মোঃ জাকারিয়া, গাজীপুর: গাজীপুরে নতুনভাবে আরো ৩জন করোনা রোগী শানাক্ত হয়েছে। এই নিয়ে গাজীপুর জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা মোট সংখ্যা ৩২৩ জন হল। এই হিসেবে ২৩ এপ্রিল পর্য়ন্ত। নতুন এই ৩জন করোনা রোগী শুধু সদরে। অন্য উপজেলায় নতুন কেউ আক্রান্ত হয়নি।
আজ শনিবার গাজীপুর সিভিল সার্জন অফিস ফেসবুক গ্রুপে এই তথ্য প্রকাশ করে।
দেয়া তথ্যমতে, ২৩ তারিখে পাঠানো নমুনায় মোট আক্রান্ত ৩ জন। এই নিয়ে গাজীপুর জেলায় মোট আক্রান্ত ৩২৩জন। মারা গেছেন দুই জন।
নতুনভাবে আক্রান্ত ৩জন সকলেই সদরের।
গাজীপুরে সরকারি হিসাবমতে ২৩ এপ্রিলে মোট ৩ জন করোনায় আক্রান্ত হয়। এর মধ্যে সদরেই ৩জন হওয়ায় সদরে আক্রান্তের সংখ্যা দাঁড়াল মোট ১১৩ জনে। নতুন রোগী শনাক্ত হওয়ায় কালিগঞ্জে স্থিতিশীল ৮৯, কাপাসিয়ায় স্থিতিশীল ৭০, কালিয়াকৈরে স্থিতিশীল ৩০ ও শ্রীপুরে স্থিতিশীল ২১জন করোনায় আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে ২৩ এপ্রিল পর্যন্ত গাজীপুর জেলায় মোট ৩২৩ জন করোনা রোগী নিশ্চিত হয়েছে। আর জেলায় করোনায় মৃতের সংখ্যা দুই জন। তবে গত ৪৮ ঘন্টাায় এই জেলার কি অবস্থা তা জাানতে পারেনি সরকারি সূত্রগুলো।
এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্তের জন্য ২৪ ঘন্টায় ১৬৪টি নমুনা পাঠানো হয়েছে। মোট নমুনা পরীক্ষা হয়েছে ২০০৪জনের। এর মধ্যে করোনা পজিটিভ হল ৩১৩জনের। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গাজীপুরে এ পর্যন্ত মৃতের সংখ্যা ০২(দুই)জন।
প্রসঙ্গত: নানা সমালোচনার মুখে গতকাল গাজীপুরের জেলা প্রশাসক করোনার আপডেট দেন। আজ আবার সিভিল সার্জন অফিস আডটে দিলেন। তবে সিভিল সার্জন অফিসের আপডেটের মধ্যে বিস্তারিত ব্যাখা নেই।