নারায়ণগঞ্জ: মরণঘাতি করোনাভাইরাসে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৪১ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬২৫। আর মৃত্যের সংখ্যা ৩৯।
শনিবার (২৫ এপ্রিল)জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়। শুক্রবার এই আক্রান্তের সংখ্যা ছিল ৫৮৪ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এই পর্যন্ত জেলায় মোট ১৮৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১৩ জনের। জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৫ জন।
তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ১৬ জন, সদর উপজেলার ৭ জন, রূপগঞ্জ ও আড়াইহাজারের ১ জন করে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে সিটি কর্পোরেশনের দুই অঞ্চল (বন্দর বাদে) মারা গেছেন ২১ জন ও আক্রান্ত ৪২২ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ৯ জন ও আক্রান্ত ১৩৩। বন্দরে উপজেলায় সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডে মৃত্যুর সংখ্যা ৫ ও আক্রান্তের সংখ্যা ২৯ এবং ৫টি ইউনিয়নে মৃত্যু ১ ও আক্রান্তের সংখ্যা ৯। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ১২, সোনারগাঁয়ে আক্রান্ত ১১ ও মারা গেছেন ২ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১ জন ও ৯ জন আক্রান্ত।