পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ শনিবার থেকে শুরু হল সিয়াম সাধনার মাস রমজান। সন্ধ্যায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। গতকাল এশার নামাজের পর তারাবিহ’র নামাজের মাধ্যমে শুরু হয় পবিত্র রমজানের সূচি। তবে এবার করোনা ভাইরাসের ভয়াবহতার মধ্যে ভিন্ন এক প্রেক্ষাপটে পালিত হচ্ছে রমজান। সংক্রমণ ঝুঁকি এড়াতে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, হাফেজসহ সর্বোচ্চ ১২ জন তারাবিহ পড়তে পারবেন। তারাবিহসহ সব ধরণের এবাদত ঘরে পালনের জন্য সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া এবার কোন ইফতারের আয়োজনও করা যাবে না।
ওদিকে মধ্যপ্রাাচ্যে শুক্রবার থেকেই শুরু হয়েছে রমজানের সিয়াম সাধনা