গাজীপুর: বর্তমান করোনা পরিস্থিতি ও জরুরি পদক্ষেপ নেওয়ায় জন্য গাজীপুর মহানগর আওয়ামী লীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় কাল শুক্রবার থেকে গাজীপুর জেলায় লকডাউন পুরোপুরি পালিত হবে বলে সিদ্ধান্ত হয়।
আজ এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাডঃ মোঃ আজমত উল্লাহ খান। সার্বিক সহযোগিতায় ও সঞ্চলনায় ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি কর্পোরেশন এর মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
সভায় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ্ব এ্যাডঃ আ ক ম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল ও সাংসদ শামসুন্নাহার ভুইয়া সহ নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সভায় বলা হয়, আগামীকাল সকাল ৬ টা থেকে শুরু হয়ে ০৫-০৫-২০২০ ইং পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশন এলাকা পুরোপুরি লক ডাউনে থাকবে। কেউ অপারগতা প্রকাশ করলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।