গাজীপুরে আটক-১০, নাশকতা রোধে ৪প্ল্যাটুন বিজিবি মোতায়েন

গ্রাম বাংলা

untitlellllllllllllllllllll_111596_0

গাজীপুর: সদরে আগুন দিতে গিয়ে আটক এক শিবির কমী। পিকেটিং করার অভিযোগে সারা জেলায় ২০দলীয় জোটের ১০জন আটক হয়েছেন। নাশকতা মোকাবেলায় ৪প্ল্যাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার।

 

বৃহসপতিবার(১৫জানুয়ারী) সকাল সোয়া ১১টায় গাজীপুর জেলায় ৪ প্ল্যাটুন(৭৬জন) বিজিবি পৌছে কাজ শুরু করেছে।

গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদশক সিরাজুল ইসলাম বাংলানিউজকে বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহসপতিবার সকাল ৮টার দিকে হরতাল ও অবরোধ চলাকালে গাজীপুর মহানগরের হারিকেন ফ্যাক্টরী এলাকায় কলম্বিয়া গামেন্টের সামনে একটি শ্রমিকবাহী বাসে আগুন দিতে গিয়ে আটক হয়েছেন এক শিবির কমী। সকাল সাড়ে ৭টায় চান্দনা চৌরাস্তা এলাকায় রহমান শপিং মলের সামনে ২টি লেগুনা ভাংচূর করে হরতালকারীরা। সকাল ৭টার দিকে ভোগড়া চৌরাস্তা এলাকায় একটি সিএনজিতে আগুন ধরিয়ে দেয় হরতাল ও অবরোধকারীরা। তবে সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রন করেন। ফলে তেমন কোন ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেনি।

এছাড়া সকাল ১১টা পযন্ত গত ১২ ঘন্টায় জেলায় নাশকতার অভিযোগে পিকেটিং করাকালে আটক হয়েছেন ১০জন। এর মধ্যে শ্রীপুরে ৪জন, টঙ্গীতে ৪জন ও জেলা সদর জয়দেবপুর থানায় ২জন ২০দলীয় জোটের নেতা-কমী রয়েছেন। থানাগুলোর সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কমকতাগণ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

 

জয়দেবপুর থানার উপ-পরিদশক(এসআই) কামরুল ইসলাম  বলেছেন, বাসে আগুন দেয়ার সময় এক শিবির কমী আটক হয়েছেন। ভ্রম্যমান আদালত ওিই শিবির কমীকে ২ বছরের কারাদন্ড দিয়েছেন।

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *