গাজীপুর: সংক্রামণ দূরত্ব ও নীতি না মেনে শ্রমিকদের কোনো রকম সুরক্ষা ছাড়া কারখানা চালানোয় গাজীপুরে দুটি পোশাক কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার মহানগরের কোনাবাড়ি এলাকার মেডিটেক্স লিমিটেড ও রেজাউল এ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানা এ জড়িমানা করা হয়। গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, কারখানা দুটি বাইরে থেকে গেইট বন্ধ রেখে ভিতরে সংক্রামক নীতিমালা না মেনে শ্রমিকদের রক্ষার্থে কোনো প্রকার নিরাপত্তা নিশ্চিত না করে এবং সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব নীতি ভঙ্গ করে কারখানার উৎপাদন কার্মকান্ড পরিচালনা করছিল। এঘাটনায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেডিটেক্স লিমিটেডকে ৩০ হাজার টাকা ও রেজাউল এ্যাপারেলস লিমিটেড কারখানা কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় সেনাবাহিনীর একটি টহল টিম ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)সদস্যর উপস্থিত ছিলেন।