ঢাকা: কোন প্রয়োজন ছাড়া বের হওয়াকে আড়াল করার জন্য কেউ কেউ ব্যক্তিগত গাড়িতে ভূয়া ব্যানার/স্টিকার লাগিয়ে বের হয়েছেন। আজ অভিযানের সময় দেখা যায় এই যানের সাথে ঔষধ উৎপাদন, বিপনন বা বিক্রয়ের কোন সম্পর্ক নেই অথচ জরুরি ঔষধ সরবরাহের নামে ব্যানার লাগানো হয়েছে।
আজ পুরাতন ঢাকার চাঁনখারপুল ও বকশী বাজারএলাকায় অহেতুক ঘোরাফেরা করায় এবং লকডাউন ভেঙ্গে নারায়ণগঞ্জ থেকে গাড়ি নিয়ে ঢাকায় আসায় ১৪ জনকে ৫৯ হাজার টাকা জরিমানা এবং তিনটি গাড়ি জব্দ করেছে RAB -১০ এর সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমান আদালত।