রাতুল মন্ডল শ্রীপুর: শ্রীপুর উপজেলা কৃষকলীগের সভাপতি নেতাকর্মীদের সাথে নিয়ে প্রান্তিক কৃষকের ধান কাটায় সহযোগিতা করছেন। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাঠে এখন ধানের বাম্পার ফলন। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষগুলো কর্মহীন হয়ে ঘরে। কৃষকদের ধান মাঠে পাঁকছে। কৃষিজীবী শ্রমিক সংকটের চিন্তা কৃষকের মাথা বারবার ঘুরছে। কৃষকের দুশ্চিন্তা দূর করতে তাদের মাঠের ধান কেটে ঘরে তুলে দেয়ার জন্য নেতাকর্মীদের নিয়ে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছেন শ্রীপুর উপজেলা কৃষকলীগ।
(২২ এপ্রিল বুধবার) সকালে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামে ধান কাটার কার্যক্রম শুরু করেন।
ধান কাটায় অংশ গ্রহণ করেন শ্রীপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আইনাল হক, কাওরাইদ ইউনিয়নের কৃষকলীগের সভাপতি কামাল হোসেন, তেলিহাটি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শহিদুল হকসহ উপজেলা কৃষকলীগের প্রায় পঞ্চাশজন সদস্য। কৃষক রাশেদ বেপারী বলেন, মরণঘাতী করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকট থাকায় পাকা ধান নিয়ে খুবই চিন্তিত ছিলাম, সময় মত কৃষকলীগ পাশে দাঁড়িয়েছে। কৃষকলীগের এমন ভালো কাজকে দেশের কৃষক সমাজ সারাজীবন মনে রাখবে। শ্রীপুর উপজেলা কৃষকলীগের সভাপতি কবির হোসেন বলেন, করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে সবাইকে ঘরমুখী থাকতে হবে। উপজেলা ঘুরে ঘুরে যে সমস্ত কৃষক তাদের ধান কাটার জন্য শ্রমিক পাচ্ছে না। সে সমস্ত কৃষকের জমির ধান কৃষকলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে তাদের ধান কেটে দেবো।