গাজীপুর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল মন্ত্রী ও এমপি সদ্য প্রয়াত জননেতা আলহাজ্ব অ্যাডভোকেট রহমত আলীর ছেলে গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট মো:জামিল হাসানের(দুর্জয় ) পক্ষ থেকে দ্বিতীয় দফায় কর্মহীন- অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে।
আজ মঙ্গলবার দিন ব্যাপী শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলার ১১টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় মোট ৬০০০ প্যাকেট উপহার সামগ্রী বিতরন করা হয়। পরবর্তিতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানা গেছে। দুর্জয়ের পক্ষে তার কর্মীরা বরমী ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রী পৌছে দিচ্ছে।
পর্যায়ক্রমে সংশ্লিষ্ট সকল এলাকায় এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেযা হবে বলে জানানো হয়েছে।