গাজীপুর: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ড্যাব এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন, গাজীপুর জেলা শাখার উদ্যোগে গাজীপুর মহানগরের তায়রুন্নেচ্ছা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা সুরক্ষা সামগ্রী পিপিই প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার এগুলো হস্তান্তর করা হয়।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়কারী ডা.মাজহারুল আলমের সভাপতিত্বে, হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব সোহরাব উদ্দিন, মহানগর বিএনপির যুগ্মসম্পাদক জিয়াউল হাসান স্বপন, গাছা থানা বিএনপির সাধারন সম্পাদক ফারুক আহমেদ, গাজীপুর জেলা ড্যাব সভাপতি সহঃ অধ্যাপক ডা.আলী আকবর পলান, সাধারন সম্পাদক ডা.খলিলুর রহমান, ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ শাখা ড্যাব এর সদস্যসচিব ডা.মাহমুদুল হাসান,মহানগর ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন মহানগরের সিটি মেডিকেল কলেজ হাসপাতালেও পিপিই প্রদান করেন ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এর চিকিৎসকগণ।