সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: সারাদেশে করোনা ভাইরাসের কারনে টাঙ্গাইল জেলার কালিহাতীতে কৃষি খাতে উৎপাদন অব্যাহত রাখতে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়ছে। এছাড়াও কৃষি খাতে উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য কৃষি উৎপাদন অব্যাহত রাখতে খরিপ ১/২০২০-২১ মৌসুমে উফসি আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী।
আজকে সোমবার (২০ই এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। কালিহাতী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এগুলো বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, জনপ্রতি ৫ কেজি করে আউশ ধান বীজ, ১০ কেজি করে এমওপি সার ও ২০ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়েছে।
আর এসময় উপস্থিত ছিলেন ; কালিহাতী উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন তালুকদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা মামুন ও সুফিয়া আক্তার সহ আরও অনেকেই।