টাঙ্গাইলে নতুন করে ৬৬ জনসহ মোট ১৭২৪ জন কোয়ারেন্টাইনে

Slider গ্রাম বাংলা

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলায় নতুন করে গত ২৪ ঘণ্টায় ৬৬ জনসহ বর্তমানে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় ১৭২৪ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আর এদের মধ্যে নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ৩৬ জনকে ছাড়পত্র দেওয়াও হয়েছে।

টাঙ্গাইল জেলায় এই পর্যন্ত ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এদের মধ্যে চারজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আছেন। “এদের অবস্থা অনেকটা ভালো”, জানিয়েছেন জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সদর উদ্দিন।

টাঙ্গাইল জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেছেন,”গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি। এছাড়াও জেলায় হোম কোয়ারেন্টাইনে ৩৯৪৯ জন। আর এদের মধ্যে মেয়াদ শেষ হওয়ায় ২২২৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এদের মধ্যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন ৬৪ জন।”

উল্লেখ্য যে, টাঙ্গাইল জেলা থেকে এই পর্যন্ত ৬৫৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আর এদের মধ্যে ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *