সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: ৫০ শয্যাবিশিষ্ট করোনা আইসোলেশন ইউনিট টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ক্যাম্পাসের ট্রমা সেন্টারে স্থাপন করা হয়েছে । আর এটি বর্তমানে টাঙ্গাইল জেলার নাগরপুর ২ ও ভূঞাপুরের ১, মোট ৩ জন করোনা আক্রান্ত ব্যক্তি এখানে চিকিৎসাধীন আছেন। আর তারা আগের থেকে ভাল আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
টাঙ্গাইলের ভেন্টিলেটর সুবিধাসহ ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এবং সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা নেই। এতে রোগীকে জরুরি সময়ে ঢাকায় পাঠিয়ে দেবার সিদ্ধান্ত আছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: সদর উদ্দিন জানিয়েছেন,”করোনা রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্যে সরকার দ্রুত করোনা আইসোলেশন ইউনিট চালু করেছেন।কিন্তু জেলা পর্যায়ে সাধারণত আইসিইউ থাকে না। আর আমরা এখানে প্রাথমিক চিকিৎসা দিবো। এতে ভর্তি কিংবা আগত রোগীর অবস্থা গুরুতর হলে তাদের ঢাকায় প্রেরণ করা হবে।”
তিনি আরও জানিয়েছেন, “জেলা লেভেলে কিছুটা সীমাবদ্ধতা থাকবেই। যেমন করোনা রোগীর সেবাকর্মীদের নিয়মানুযায়ী থাকা খাওয়ার ব্যবস্থা নেই। আর এগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা আছে। এগুলো ধীরে ধীরে ইউনিটকে সকল সুবিধার আওতায় আনা হবে।”