ঢাকা: করোনা ভাইরাস সনাক্তকারী কীট, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই)সহ চিকিৎসা সহায়ক সামগ্রী আনতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান গিয়েছিলো চীনে। কীট ছাড়া আর সব চিকিৎসা সামগ্রী নিয়ে বিমানবাহিনীর সি-১৩০ জে পরিবহন বিমানটি গতকাল দেশে ফেরে। এর আগে ১৬ জন এয়ার ক্রু নিয়ে বিমানটি চীনে পৌঁছায় শুক্রবার। বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার কমডোর মোঃ জাহিদুর রহমান, জিডি(পি) দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
গতকাল দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় করোনা ভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের সনাক্তকরণের প্রয়োজনীয় কীট, ১২,২২,০০০টি সার্জিক্যাল মাস্ক, ৭,৫০০টি এন-৯৫ মাস্ক, ১৩০টি ইলেট্রিক থার্মোমিটার, ২,০০০টি প্রটেক্টিভ গøাভস, ১০,২০০টি মেডিক্যাল সেফটি গøাস, ২০০টি গগলস এবং ১০,৪৫৯টি ব্যক্তিগত সুরক্ষা (পিপিই) সহ বিভিন্ন চিকিৎসা সহায়ক সামগ্রী নিয়ে চীন থেকে দেশে ফিরেছে। কীট ছাড়াই বিমানটি দেশে ফিরে আসা প্রসঙ্গে জানতে চাইলে আইএসপিআর এর সহকারি পরিচালক মুহাম্মদ রেজা-উল করিম শাম্মী বলেন, দুপুরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো প্রয়োজনীয় কীট আনা হয়েছে। এখন সেখানে সংশোধনী হবে। চীন থেকে আমরা কোন কীট পাইনি।
কেন পাওয়া যায়নি এ বিষয়টি তার জানা নেই বলে জানান। আইএসপিআর জানিয়েছে, একই বিমানে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এর উদ্যোগে বাংলাদেশের করোনা ভাইরাসের মোকাবেলায় নিয়োজিত বিভিন্ন সংস্থা সমূহকে প্রদানের নিমিত্তে গণচীন হতে সংগৃহিত আরো কিছু স্বাস্থ্যসবা সহায়ক দ্রব্যাদি (পিপিই, মাস্ক এবং স্যানিটাইজার ইত্যাদি) চীন থেকে দেশে আনা হয়