গাজীপুরে কিশোরগঞ্জের অস্থায়ী বাসিন্দাদের ত্রাণ দাবী

Slider জাতীয় বাংলার মুখোমুখি


মো:আলী আজগর পিরু, গাজীপুর: মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ত্রাণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে গাজীপুরে বসবাসরত কিশোরগঞ্জের অস্থায়ী বাসিন্দারা।

আজ রবিবার সকালে মহানগরের মালেকের বাড়ি এলাকায় কিশোরগঞ্জ জেলাবাসীর উদ্যোগে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেয়া হয়। এসময় আওয়ামী যুবলীগ নেতা জাহিদুল ইসলাম হারিছ বলেন,মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশের ন্যায় গাজীপুরেও চলছে লকডাউন। শ্রমের প্রয়োজনে নগরীর মলেকের বাড়ী, গুতিয়ারা গ্রাম, বালিয়ারা, সাক্রাউড়ি, মোগরখাল, শরিফপুর, হাজীরপুকুর, জাঝর, ভোগড়া এলাকায় কিশোরগঞ্জে প্রায় ৩০ হাজার সাধারণ খেটে খাওয়া মানুষ বসবাস করে। এসব শ্রমজীবি, খেটে খাওয়া দিনমজুর, দৈনিক কাজ কর্মের মধ্যে দিয়ে জীবীকা নির্বাহ করতো। প্রতিদিনের কাজকর্ম বন্ধ থাকায় বর্তমানে এসব খেটে খাওয়া মানুষ মানবেতর জীবন যাপন করছে। ঔষদপত্রসহ প্রায় ১৫দিন যাবৎ খাদ্য সংকটে রয়েছে।

তিনি বলেন,গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে ত্রান কার্যক্রম পরিচালিত হলেও অস্থায়ী বাসিন্দা হওয়ায় এসব দরিদ্র একজন মানুষও ত্রাণ পায়নি। তাই মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খেটে খাওয়া এসব মানুষ বেঁচে থাকার জন্যে সরকারি ভাবে ঘরে ঘরে ত্রাণের দাবি জানান। তা না হলে করোনা ভাইরাস আক্রমনের আগেই এসব মানুষের পরিবারের ছোট ছোট ছেলে মেয়েসহ সকলে না খেয়ে হয়তো মারা যেতে পারে। এ অবস্থা চলতে থাকলে খাদ্য এবং ঘর-দোকান ভাড়া দেওয়া কঠিন হয়ে যাবে। তাই কয়েক মাস বাড়ি ভাড়া স্থগিতের ব্যবস্থা করার অনুরোধা জানান তারা।

সরকারি ঘোষণা অনুযায়ী যেহেতু বেশি লোকসমাগম হওয়া যাবে না তাই সকল কিশোরগঞ্জ বাসীর পক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আ: বাতেন (রনি) লুৎফর রহমান, ঝোটন বনিক, রুবেল মিয়া, খোকন আহমেদ মিস্টর হোসেন মো:আনোয়ার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *