ঢাকা: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৭জন মারা গেছেন। এই নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৯১জন। নতুন করে আক্রান্ত হয়েছে ৩১২জন। মোট আক্রান্ত ২৪৫৬ জন। ২৬৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৩১২জনের দেহে করোনার অস্তিত্ব শনাক্ত হয়। নতুনভাবে আরো ৯জন সহ মোট ৭৫জন সুস্থ হয়েছেন।
আজ রোববার দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই তথ্য দেন।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩১২ জন মানুষ। দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৪৫৬ জন মানুষ। নতুনভাবে আরো ৯জন সহ মোট ৭৫জন সুস্থ হয়েছেন। মন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন, ব্রাহ্মণবাড়িয়ায় জানাজায় জনসমাগম ঠেকাতে স্থানীয় প্রশাসন ব্যর্থ হয়েছেন।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানানো হয় গত ৮ মার্চ।
এর আগে গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের আঘাত আসে। এরপর এটি বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত বিশ্বে দেড় লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।