সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ভূঞাপুরে নতুন আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর এ নিয়ে ভুঞাপুরে এই পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৫ জন। নতুন আক্রান্ত করোনা রোগীটি ভুঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ি গ্রামের বাসিন্দা। এতে টাঙ্গাইল জেলায় এখন করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে । এর আগেও ভূঞাপুরের ৪ জন করোনায় আক্রান্ত হয়েছিল। আবার নতুন করে একজন যুক্ত হয়েছে। বর্তমানে ভুঞাপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ৫ জন।
এই বিষটি শনিবার (১৮ই এপ্রিল) রাতে ঢাকার রোগতন্ত্র, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে জেলা সিভিল সার্জনকে নতুন আক্রান্তের বিষয়ে জানানো হয়েছে। বিষয়টি টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: নাসরীন পারভীন জানিয়েছেন, “এর আগে ভূঞাপুরে চার জনের করোনা ভাইরাস পজেটিভ এসেছিল। গতকাল শনিবার রাতে আরও একজনের করোনাভাইরাস পজেটিভ ধরা পড়ে। এতে আক্রান্তের বাড়ীসহ দুই বাড়ী লকডাউন করা হয়েছে।”
এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান জানিয়েছেন,”গতকাল শনিবার টাঙ্গাইল থেকে ৫১টি নমুনা পাঠানো হয়েছিল। এর মধ্যে ১টি পজেটিভ হয়েছে। টাঙ্গাইল জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬০৩টি। যার মধ্যে ১১ জনের করোনা পজেটিভ হয়েছে। এরমধ্যে ভূঞাপুরে ৫ জন, নাগরপুরে ৩ জন, মির্জাপুরে ১ জন, ঘাটাইলে ১ জন ও মধুপুরে ১ জন।”