রাতুল মন্ডল শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে কৃষকদের বীজ ও সার দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। করোনায় কৃষকদের জমি চাষে উদ্ভূব্ধ করতেই বীজ, সার ও কৃষি উপকরণ দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
গাজীপুুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-আহবায়ক ফাহিম খন্দকার শুক্রবার উপজেলার প্রায় শতাধিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করেন।
ছাত্রলীগ নেতা ফাহিম খন্দকার জানান, দেশের খাদ্য সংকট রুখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন জমি অনাবাদী না রাখার ঘোষণা দিয়েছেন। কিন্তু অনেক কৃষক তার শস্যের ভাল ফলন পেলেও ভাল দাম না পাওয়ায় দেশের এই ক্লান্তিলগ্নে জমি আবাদে আগ্রহ হারিয়েছেন। কৃষকদের জমি চাষে আগ্রহ বাড়াতে উপজেলার শতাধিক কৃষকের মাঝে বিনামুল্যে বিভিন্ন জাতের সবজির বীজ, কৃষি উপকরণ ও সার বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও কৃষককে বীজ ও সার বিতরণ করা হবে। আশাকরি এতে কৃষক জমি চাষে উদ্ভুব্ধ হলে দেশের খাদ্যের সংকট হবে না।