ডেস্ক: এক সপ্তাহের ব্যবধানে মৃত্যুর মিছিলে যোগ হলো আরও ৫০ হাজার। ঠিক এক সপ্তাহ আগে মৃত্যুর সংখ্যা এক লাখ পার হয়েছিল। আর সেই ব্যবধান দাঁড়াল দেড় লাখে।
গত এক সপ্তাহে মৃত্যুর হার কমেনি। ক্ষেত্রে বিশেষে বেড়েছে। অবশেষে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবী ব্যাপী মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেল।
মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়ানোর সঙ্গে সঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে ২২ লাখ ছাড়িয়ে গেলো।
উল্লেখ্য, গত বছর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে চীনের উহান থেকে এখনও পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ এবং অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতি এই করোনাভাইরাস।