গাজীপুর: গত ২৪ ঘন্টায় গাজীপুর জেলায় ২৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে এই জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ১৪১জন। দেশের আনুপাতিকহারে করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় গাজীপুরকে অধিক গুরুত্ব দিয়ে দেখছে সরকার। একই সঙ্গে বিদেশী মিডিয়ায় গাজীপুরকে হটস্পট উল্লেখ করে সংবাদ প্রকাশ হয়েছে।
শুক্রবার গাজীপুর সিভিল সার্জন অফিস এই তথ্য জাানায়। তবে তথ্য দিতে কেন বিলম্ব হল এই প্রশ্নের কোন সদোত্তর পাওয়া যায়নি। তবে পরবর্তি সময় জানানো হয় রোগীর সংখ্যা ২৯ নয় ৩৭জন। ফলে গাজীপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪৯জন।
গাজীপুর সদর উপজেলায় ৩জন করোনায় আক্রান্ত হয়েছেন।
গাজীপুর জেলার কালীগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২জন। তারা কালীগঞ্জ পৌর এলাকার বাসিন্দা। এই নিয়ে কালীগঞ্জে মোট করোনায় আক্রান্ত রোগী ৩৯ জন।
কাপাসিয়ায় নতুন করে ২৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রাান্তের সংখ্যা ৬২জন।
শ্রীপুর উপজেলায় নতুন করে ১জন আক্রান্ত হয়েছে। কালিয়াকৈরে আক্রান্ত নতুনভাবে ৪জন।