গঙ্গা নদীতে কয়েক ডজন লাশে কাকের ভীড়

Slider সারাবিশ্ব

58889_bbx

ঢাকা: ভারতের উত্তর প্রদেশে গঙ্গা নদীতে অনেকগুলো লাশ পাওয়া যাবার পর এবিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

খবরে জানা গেছে, যেসব পরিবারের লাশ দাহ করার মতো সামর্থ্য নেই, লাশগুলো সেসব পরিবারের।

ধারণা করা হচ্ছে, অর্থের অভাবে দাহ করতে না পেরে এই লাশগুলো হয়ত গঙ্গার জলে ডুবিয়ে দিতে চেয়েছে তাদের পরিবার।

মঙ্গলবার এই লাশগুলো গঙ্গার পাড়ে ভেসে ওঠার ঘটনায় স্তম্ভিত হয়ে যায় উত্তর প্রদেশ কর্তৃপক্ষ।

স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তা সৌম্যা আগারওয়াল সংবাদ মাধ্যমকে জানান, প্রায় ৩৫ থেকে ৫০টির মত লাশ পাওয়া গেছে।

এগুলো এখন দাহ করার মত অবস্থায়ও নেই বলে জানান তিনি।

ভারতের পবিত্র নদী বলে পরিচিত গঙ্গা শিল্প-কারখানার বর্জ্য, কীটনাশক এবং পয়:নিষ্কাশনের নানা আবর্জনায় ইতিমধ্যেই বেশ দুষিত হয়ে উঠেছে।

পরিবেশবিদরা বলছেন, গঙ্গা নদীকে পরিষ্কার করতে নেয়া একটি কোটি টাকার প্রকল্প ইতিমধ্যেই বিফল হয়েছে।

যদিও গত বছর নির্বাচনে জয়ী হয়ে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর এই আবর্জনা পরিষ্কার করার প্রতিজ্ঞা করেছিলেন নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *