ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলায় দমকা হওয়া ও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে। শুক্রবার ভোর রাতে সদর উপজেলার রুহিয়া, ঢোলারহাট, রাজাগাঁও ও আখানগরের উপর দিয়ে বজ্র ও শিলাবৃষ্টির সাথে দমকা হওয়া বয়ে যাওয়া ছাড়াও বৃষ্টি হয়েছে প্রায় সর্বত্র।
আম ও লিচুর মুকুলসহ এ মওসুমের ফসল ভুট্টা, মরিচের ক্ষতি হয়েছে শিলাবৃষ্টিতে। ক্ষতি হয়েছে কলা ও পেঁপে গাছসহ মাচায় জন্মানো নানা জাতের সবজির। ধান ও ভুট্টা গাছগুলো হেলে পড়েছে। গাছ থেকে ঝরে পড়েছে নতুন আম ও লিচু।
সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের মো: আজগর আলী জানান, রাত ৩টার দিকে হঠাৎ করে বজ্রপাতের আওয়াজ আসে। কিছুক্ষণ পরেই শুরু হয় বৃষ্টি তারপরই শিলাবৃষ্টি। এতে ধান, ভুট্টাসহ সবজির ক্ষতি হয়েছে।
উপ সহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, শিলাবৃষ্টি আকারে ছোট হওয়ায় মরিচ, ধান ও ভুট্টাসহ সবজির সামান্য ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ জানতে তালিকা করা হচ্ছে।