গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা


গাজীপুর: লকডাউন উপেক্ষা করে গাজীপুরের বিভিন্ন এলাকায় আজ কমপক্ষে ১২টি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে । এসময় কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে এবং ঢাকা-ময়মনসিংহ অবরোধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ কাজ করেছে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, মার্চ মাসের বকেয়া বেতনের দাবিতে সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া, ভোগড়া এলাকায় আন্দোলনে নামেন শ্রমিকরা। একই সময় জয়দেবপুর -ঢাকা সড়কের তিনসড়ক এলাকায়ও একই দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামেন। এসময় তারা বেতনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে এবং সড়ক অবরোধ করে রাখে।
শ্রমিকদের অভিযোগ, ১৬ তারিখ তাদের বেতন দেয়ার কথা থাকলেও মালিকপক্ষ বেতন দিচ্ছে না। এ ব্যাপারে মালিকপক্ষ তাদের কিছু বলছেও না।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সুপার মো. সিদ্দিকুর রহমান বলেন, ১৬ মার্চের মধ্যে গাজীপুর শিল্পাঞ্চলের ৬০ ভাগ পোশাক কারখানায় বেতন ভাতা পরিশোধ করেছে কর্তৃপক্ষ।
তবে নির্ধারিত দিনে বেতন না পেয়ে ১২-১৩টি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে সড়ক অবরোধ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *