ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর দুর্বৃত্তদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে মুখপাত্র ম্যারি হার্ফ বলেছেন, এ হামলায় যুক্তরাষ্ট্র মর্মাহত এবং তার দ্রুত আরোগ্য কামনা করে দেশটি। দোষীদের খুঁজে বের করে তাদের আইনের আওতায় নিয়ে আসার আহ্বানও জানানো হয় ওই বিবৃতিতে।
বিবৃতিতে ম্যারি হার্ফ বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে এ ধরনের নীতিবিবর্জিত ও কাপুরুষোচিত হামলার কোনো যৌক্তিকতা নেই। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থের জন্য এ ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানাই আমরা। আমরা বাংলাদেশ সরকারকে এ ঘটনা তদন্ত, দোষীদের খুঁজে বের করা এবং এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। সহিংসতামূলক কর্মকাণ্ড থেকে সব পক্ষকে বিরত থাকার আহ্বান জানাই আমরা।
বিবৃতিতে আরো বলা হয়, আমরা সব পক্ষকে সহিংসতা ও ভীতি প্রদর্শন থেকে বিরত থাকতে ও এ ধরনের কর্মকাণ্ড এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছি। আমরা বাংলাদেশ সরকারের প্রতি জনগণের শান্তিপূর্ণ রাজনৈতিক মতপ্রকাশের অধিকার মুক্তভাবে চর্চার বিষয়টি নিশ্চিতের আহ্বান জানাই।