সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় করোনা পরিস্থিতিতে জরুরি ত্রাণ বিতরণ করা হয়েছে। বিশ্বব্যাপী প্রকট আকার ধারণ করেছে করোনা ভাইরাস। আর এই মুহূর্তে সকলেই গৃহবন্দী হয়ে আছেন। অনেকেই লকডাউনের মাধ্যমে জীবন কাটাচ্ছেন।
গরীব, অসহায়-দুস্থ, দিনমজুর লোকদের জীবনে ঘোর অন্ধকার নেমে এসেছে। তারা কোনো কাজ করতে পারছেন না। ফলে তাদের দু-মুঠো ভাত জোগাড়ের পথ বন্ধ হয়ে গেছে। কিন্তু তাদের পরিবারের সদস্যদের চাহিদা রয়েই গেছে।
মধুপুরের চাড়ালজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুরো বাংলাদেশ এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসন মধুপুর, টাঙ্গাইলের সহযোগিতায় মোট ৫১টি পরিবারের মধ্য জরুরি ত্রান বিতরন করা হয়েছে। প্রতিজনকে ১০কেজি করে চাল, ৫ কেজি করে আলু, দুই কেজি করে ডাল, তিনটি করে সাবান, এক লিটার কিরে তৈল, এক প্যাকেট করে লবন, দুইটি করে মাস্ক, ২৫০ গ্রাম করে ব্লিচিই পাউডার মাথাপিছু হারে বিতরণ করা হয়েছে।
এসব জরুরী ত্রাণ বিতরণকালে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা শিউলী, পৌর মেয়র মাসুদ পারভেজ, বুরো বাংলাদেশ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।