ময়মনসিংহ: ময়মনসিংহে আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। গত ১০ এপ্রিল ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের কইচ্যাকান্দা গ্রামের কৃষকের শরীরে করোনা শনাক্ত হওয়ার পর থেকে নগরীর এস কে হসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
বৃহস্পতিবার ৯৪ জনের নমুনা পরীক্ষায় একদিনেই ময়মনসিংহের আটজন শনাক্ত হয়। এরমধ্যে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. জোবায়ের আলমসহ আরো তিনজন, ঈশ্বরগঞ্জে চারজন ও নগরীর মাসকান্দায় একজন শনাক্ত হয়।
এরআগে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের দুই ডাক্তার, তিনজন উপ-সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসারের করোনা শনাক্ত হয়। করোনা আতঙ্কে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন রোগী শূণ্য হয়ে পড়েছে।
সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম জানিয়েছেন, গফরগাঁওয়ে জরুরি স্বাস্থ্যসেবার জন্য হটলাইনে চিকিৎসা দেয়া হচ্ছে। এস কে হাসপাতালের আইসোলেশনে ১০ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইনে ৭৩ জন এবং হোমে কোয়ারিন্টাইনে আছেন ৬৭ জন। ছাড়পত্র নিয়েছেন এক হাজার ৬৭৯ জন।