গাজীপুর: অবরোধ চলাকালে জেলার বিভিন্ন স্থান থেকে ২০দলীয় জোটের ১০কমীকে
আটক করেছে পুলিশ।
বুধবার(১৪ জানুয়ারী) সকাল ১০টা পযন্ত গত ১২ঘন্টায় গাজীপুর সদরে ৫জন,
টঙ্গীতে ১জন ও শ্রীপুরে ৪জন আটক হয়েছেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল হাসান, টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইসমাইল হোসেন ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহসীনুল কাদির আটকের সংবাদটি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্র জানায়, অবরোধ চলাকালে মঙ্গলবার মধ্যরাতে গাজীপুর মহানগরের মোগরখাল এলাকায় একটি কাভাডভ্যানে আগুন দেয় দুবৃত্তরা। এসময় গাড়ির জনৈক
কর্মচারী অগ্নিদ্বগ্ধ হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এ ব্যাপারে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল হাসান বলেন, এই ধরণের কোন ঘটনার খবর জানিনা।
এছাড়া মঙ্গলবার রাতে শ্রীপুর উপজেলায়র নয়নপুর ও রঙিলা বাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে অবরোধকারী। এসময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাংচূর করে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ১২টার পর গাজীপুর শহরে রাজবাড়ি রোডে
একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটে।