ঢাকা: করোনা উপসর্গ জ্বর, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গল ও বুধবার দেশের বিভিন্ন স্থানে আরও আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লা, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, লক্ষ্মীপুর, চাঁদপুর ও শরীয়পুরে একজন করে মারা গেছেন। এ নিয়ে গত ৩০ মার্চ থেকে করোনা উপসর্গে ১৪৫ জনের মৃত্যু হলো।
এদিকে গাজীপুরে বার্ধক্যজনিত কারণে এক নারীর মৃত্যু হলেও করোনা আক্রান্ত সন্দেহে তার লাশ গ্রহণ করেনি পরিবার। পরে সিটি মেয়র জাহাঙ্গীর আলমের পদক্ষেপে ওই নারীর লাশ দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
ফরিদপুরের ভাঙ্গায় জ্বর, কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট ও রক্ত বমিতে শাহীন মাতুব্বর (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এলাকাবাসী ও পুলিশ জানায়, সম্প্রতি ওই তরুণ ঢাকা থেকে বাড়িতে আসে। ঢাকার মিরপুরে তিনি ফুসকা তৈরির একটি কারখানায় কাজ করতেন। বাড়িতে আসার পর গত ৩-৪ দিন ধরে জ্বর, কাশি, গলাব্যাথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মঙ্গলবার রাতে কাশির সঙ্গে তার রক্ত বমি শুরু হলে ভোরে মারা যান। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহসিন উদ্দিন জানান, মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
কুমিল্লার দেবিদ্বারে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শ্বাসকষ্ট শুরু হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। দেবিদ্বার উপজেলা প্রেসক্লাব সংলগ্ন দোকানে পোলট্রি ফিডের ব্যবসা করতেন। ঘটনার পর প্রেসক্লাব কার্যালয় সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উম্মে ফাতেমা জানান, ওই কলেজছাত্র দীর্ঘদিন অ্যাজমায় ভুগছিলেন। কিছু দিন ধরে তার জ্বর, সর্দিও ছিল। মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় শ্বাসকষ্টে আসমা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তার নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠিয়েছেন। ওই নারী শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসীম উদ্দীন জানান, রাত পৌনে ১০টার দিকে তাকে অক্সিজেন দেওয়া হয়। এর মিনিট পনেরো সময়ের মধ্যেই তিনি মারা যান।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে সর্দি, জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার শাহালম শিকদার (৭৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার কলমা গ্রামে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম আহমেদ জানান, মৃত শাহালম নারায়ণগঞ্জে হোসিয়ারির ব্যবসা করতেন। গত ২০ মার্চ তিনি লৌহজংয়ের কলমায় গ্রামের বাড়িতে আসেন। ৪-৫ দিন আগে থেকে তিনি অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান শাহালম।
লক্ষ্মীপুরের রামগঞ্জে মঙ্গলবার এক সৌদি আরব প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। তার কান ব্যথা ও অতিরিক্ত বমি ছিল। মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মর্তা ডা. গুনুময় পোদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, ওই নারী তার এক সন্তানকে নিয়ে ঢাকার কেরানীগঞ্জে বসবাস করতেন। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মাসখানেক আগে তিনি রামগঞ্জে বাবার বাড়ি চলে আসেন।
চাঁদপুরের মতলব দক্ষিণের নারায়ণপুর বাজার এলাকায় এক নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর জানান, ওই নারী নারায়ণপুর বাজার একটি পাঁচতলা ভবনে ভাড়া থাকতেন। তিনি ১৫দিন আগে নারায়ণগঞ্জে মেয়ের বাসা থেকে মতলবে ছেলের বাসায় আসেন। মঙ্গলবার মধ্যরাতে শ্বাসকষ্টে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরিবার বলছে, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
এ ছাড়া ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনিশিয়ান করোনায় আক্রান্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর সিভিল সার্জন ডা. শাখায়াত উল্লাহ।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স ৫৫ বছর। শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের এক বিজ্ঞপ্তিতে জানান, কয়েকদিন ধরে ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত সোমবার থেকে তার ডায়রিয়া শুরু হয়। মঙ্গলবার রাতে তিনি মারা যান। মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড এলাকায় এক রিকশাচালকের আকস্মিক মৃত্যুর পর করোন আতঙ্ক ছড়িয়ে পড়ে। লাশটি তিন ঘণ্টা রিকশার ওপর পড়ে থাকলেও কেউ এগিয়ে আসেনি। পরে স্থানীয় প্রশাসন লাশ উদ্ধার করে। পরে মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। পঞ্চাশোর্ধ ওই রিকশাচালকের বাড়ি সদর উপজেলার বারঘোরিয়া এলাকায়।