গাজীপুর: সত্তর দশকে গাজীপুরের কালীগঞ্জে মাঠ কাঁপানো সাংবাদিকদের পুরোধা দৈনিক ইত্তেফাক’র শহীদুল্লাহ্ আর নেই। আজ বিকেলে ঢাকার সিএমএইচ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মোঃ শহীদুল্লাহ গাজীপুর জেলায় একজন সুনামধন্য ও মেধাবী সাংবাদিক ছিলেন। তার মৃত্যুতে গাজীপুর জেলার সর্বস্তরের সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এই প্রতিথযশা সাংবাদিকের মৃত্যুতে বিশেষ করে সাংবাদিক মহলে শোকের মাতম বইছে। শোক প্রকাশ করছেন প্রতিটি সাংবাদিক ও সাংবাদিক সংগঠন।