ঢাকা: স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ডাক্তার সহ আরো ৪জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃত্যুর সংখ্যা ৫০ । একই সঙ্গে গত ২৪ ঘন্টায় ১৭৪০ টি নমুনা পরীক্ষা করে ২১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২৩১।
আজ দুপুরে মন্ত্রী নিয়মিত ব্রিফিং করে এ সব কথা বলেন।
বুলেটিনে করোনায় আক্রান্ত হয়ে দেশে প্রথম চিকিৎসকের মৃত্যুর ঘটনায় শোক ও সমবেদনা জানান স্বাস্থ্যমন্ত্রী। ব্রিফিংএ জানানো হয়, ঢাকা ও নারায়ণগঞ্জের পর এখন গাজীপুর, ময়মনসিংহ ও কেরানীগঞ্জে রোগী বাড়ছে।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ই মার্চ। ১৮ই মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।