বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্ব। এই ভাইরাস ইতোমধ্যে ২১০ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দিন যাচ্ছে পরিস্থিতি যেন আরও খারাপের দিকে যাচ্ছে।
চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তিস্থল হলেও করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যাই শীর্ষে যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রের ৫১ অঙ্গরাজ্যের মধ্যে খারাপ অবস্থা নিউ ইয়র্কের। নিউ ইয়র্কে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার আগেই মারা যাওয়ার ঘটনা ঘটছে।
নিউ ইয়র্কে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট এক লাখ ১০ হাজার ৪২৫ জন এবং মারা গেছেন ৭ হাজার ৯০৫ জন। তবে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, শনাক্ত হওয়ার আগেই মৃতদের এই তালিকায় যোগ করা হলে অনেক আগেই সংখ্যাটা ১০ হাজার ছাড়িয়ে যেত।
করোনায় মৃতের সংখ্যা প্রকাশ করা হচ্ছে কেবল ল্যাবরেটরিতে পরীক্ষার পর শনাক্ত হওয়াদের। তবে যারা ল্যাবেই আসতে পারেননি, তাদের সংখ্যাটা সে দেশের অন্য স্থানেও তালিকায় আসছে না।
এদিকে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ১৪ হাজার ছাড়িয়েছে এবং
মৃত্যু ২৬ হাজার ছাড়িয়েছে।