সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় একজন দরিদ্র কৃষক মান্নান মিয়ার গোয়াল ঘরে আগুন লেগে পুড়ে গেল প্রায় লক্ষাধিক টাকা মূল্যের গোয়াল ঘর ও গবাদিপশু।
গতকাল সোমবার (১৩ই এপ্রিল) রাতে ঘাটাইল উপজেলার দিঘর ইউনিয়নের আঠারদানা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয়দের কাছ থেকে জানতে পাওয়া গেছে যে, “সোমবার মধ্যরাতে দিঘর ইউনিয়নের আঠারদানা গ্রামের কৃষক আব্দুল মান্নান মিয়ার বাড়ীতে গবাদিপশুর সুরক্ষার জন্য দেয়া মশার কয়েল থেকে আগুনের সূত্র ঘটে। আর রাতে শোবার পূর্বে প্রতিদিনের মতই গতকাল রাতে গরুর গোয়াল ঘরে মশার উত্যাপ থেকে গরু রক্ষার্থে মশার কয়েল লাগিয়ে দেওয়া হয়। কিন্তু অসাবধানতায় কয়েল জালিয়ে ঘুম আসার পর ঘরের ভিতরে আগুন লেগে সমস্ত ঘড় পুরে ছাই হয়ে লক্ষাধিক টাকা মূল্যের একটি ষাঁড় গরু ও একটি গাভীন গরু পুরে মারা যায়। এছাড়াও অগ্নিদগ্ধ হয়েছে আরো একটি গাভীন গরু। অগ্নিদগ্ধ পশুটি বাঁচার সম্ভবনাও খুব কম।”
উল্লেখ্য যে, অগ্নিকান্ডের সময় মধ্যরাতে তার পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে কালিহাতী ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মিরা আগুন নেভালেও ততোক্ষনে ২ টি ষাঁড় পুড়ে মারা যায়।
কৃষক মান্নান মিয়া জানিয়েছেন, “গরু পালন করেই সংসার চালাই। এই অগ্নিকান্ডে আমার লক্ষাধিক টাকা মূল্যের গবাদিপশু ক্ষতি হয়েছে।”