গাজীপুর:গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানা এলাকায় বাড়িওয়ালা স্বামী-স্ত্রী সহ পরিবারের ৩জন করোনা আক্রান্ত হওয়ার পর ভাড়াটিয়া এক এসআইয়ের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে পুলিশ ওই ৪জনকে চিকিৎসাধীন রেখে বাসাটি লকডাউন করেছে। পুলিশ গাছা থানার ৭০ পুলিশ সদস্যকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে।
গতকাল সোমাবার ওই ঘটনা ঘটে।
গাছা থানার অফিসার ইনচার্জ(ওসি) ইসমাইল হোসেন জানান, আমার থানার এক এস আই ভাড়া থাকতেন। বাড়ির মালিক ও তার স্ত্রী সন্তান সহ ৩জনের দেহে করোনা শানাক্ত হয়েছে। ওই বাসায় ভাড়া থাকার কারণে এস আইয়ের নমুন সংগ্রহ করে পরীক্ষা করার পর তার দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনা ভাইরাস যাতে পুলিশের অন্য সদস্যদের দেহে সংক্রমিত হতে না পারে সেজন্য গাছা থানার সকল(৭০) সদস্যকে সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।