সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার বাসাইলে শ্বশুড়বাড়িতে বেড়াতে এসে এলোপাথারিভাবে ঘোরাফেরা করার দায়ে জামাইকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর পাশাপাশি জামাইসহ বাসাইল পৌরসভার পশ্চিমপাড়ার আলম মিয়া অর্থাৎ শ্বশুরবাড়িটি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।
আজকে সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী এ নির্দেশনা প্রদান করেছেন।
এদিকে জানতে পাওয়া গিয়েছে যে, “গত শুক্রবার নাহিদ ইসলাম নামের এক ব্যক্তি তার কর্মস্থল ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে তার শ্বশুরবাড়ি আলম মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বর্তমানে করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে পরেরদিনই নাহিদ তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ঘুনাইপাড়ায় এবং কর্মস্থল ঢাকায় যাতায়াত করেন। এতে স্থানীয়রা তাকে বাঁধা দিলে তাদের সাথে বাকবিতন্ডে জড়িয়ে পড়েন নাহিদ। ফলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছিল। এরপরে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী এ তথ্যটি নিশ্চিত করে জানিয়েছেন, “ওই ব্যক্তি সরকারি নির্দেশনা অমান্য করে ঘোরাফেরা করছিলেন। এজন্য তাকে জরিমানা ও তার শ্বশুড়বাড়ি লকডাউন করা হয়েছে।”