গাজীপুর:অবরোধ ও হরতালের সমথনে জেলা শহরে রিমিছিল করেছে ছাত্র দল। এসময়
২টি ককটেলের বিস্ফোরণ ঘটে। কালিয়াকৈরে মিছিলে বাঁধা দিয়েছে পুলিশ। গত ১২
ঘন্টায় সারা জেলায় আটক হয়েছেন ৮জন।
মঙ্গলবার(১৩জানুয়ারী) বেলা ১২টায় গাজীপুর শহরের স্বর্নপট্রিতে মহানগর
ছাত্র দল একটি মিছিল বের করে।মিছিরটি তানবীর প্লাজা থেকে স্বর্নপট্রিতে
এসে সংক্ষিপ্ত সভা করে।
গাজীপুর মহানগর ছাএদল নেতা লিয়াকত হোসেন লিটন, আসলাম মিয়া, পৌর ছাত্র
দলের সদস্য সচিব মোনায়েম খন্দকার, যুগ্নআহবায়ক শিশির মনির, যুগ্মআহবায়ক
আকতার হোসন, ছাত্র নেতা ফারুক সজল, সোহাগ, মাসুদ রানা ও রাকিব সহ আরো
মিছিল শেষে বক্তব্য রাখেন।
জয়দেবপুর থানার উপ-পরিদশক(এএসআই) আব্দুল মমিন সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে অবরোধের অষ্টম দিনে নাশকতার আশঙ্কায় গাজীপুর জেলার বিভিন্ন স্থান
থেকে ৮জনকে আটক করেছে পুলিশ।
বেলা ১১টার দিকে কালিয়াকৈরে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।
বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও পৌর মেয়র মজিবুর রহমানের
নেতৃত্বে কালিয়াকৈর বাজার হতে একটি মিছিল বের করে। মিছিলটি ঢাকা-টাংগাইল
মহা সড়কে উঠার চেষ্টা করলে পুলিশের বাধাঁর মুখে পড়ে। পরে মিছিলটি বিভিন্ন
আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ শেষে আবার কালিয়াকৈর বাজারে গিয়ে সক্ষিপ্ত সমাবেশ
করে ।