মোঃ জাকারিয়া, গাজীপুর: গাজীপুর জেলার কাপাসিয়ায় উপজেলায় ছোঁয়া এগ্রো প্রোডাক্টস লিমিটেড কারখানার আরো ৬ জন শ্রমিক- কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে ওই কারখানার এক কর্মচারী স্থানীয় বাসিন্দা করোনা ভাইরাসে আক্রান্ত হয়।
গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, কাপাসিয়া উপজেলার দস্যু নারায়নপুর এলাকায় অবস্থিত ওই কারখানার একজন কর্মচারীর দেহের নমুনা পরীক্ষার পর করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায় দুদিন আগে। পরে কারখানাটি এবং আশপাশের এলাকা লকডাউন করা হয়েছিল এবং কারখানায় কর্মরত প্রায় ১০০ জন শ্রমিক-কর্মচারীকে কারখানার ভেতরেই রাখা হয়েছিল। গতকাল ওই কারখানায় কর্মরত ৭৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর আরো ৬জন শ্রমিক- কর্মচারীর দেহে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। আজ নমুনা নেয়া হয়েছে ৩৫ জনের, বাকী ৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে আগামীকাল। যে ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, তাদের আপাতত ওই কারখানার তিন তলার একটি আলাদা রুমে আইসোলেশন রাখা হয়েছে। তাদেরকে আগামীকাল গাজীপুর সিটির মেঘডুবি স্বাস্থ্য কেন্দ্রে আনা হবে। কারখানার প্রায় ১০০ জন শ্রমিক-কর্মচারীকে কারখানার ভেতরে রাখা হয়েছে কাপাসিয়া উপজেলা ও উপজেলা স্বাস্থ্য প্রশাসনের তত্ত্বাবধানে।।