ফেনী: ফেনীর ফুলগাজীতে খাদ্যবান্ধব কর্মসূচির ৬ বস্তা চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। শনিবার রাতে উপজেলার আমজাদ হাট ইউনিয়নের এক প্রবাসীর বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুলতানা নাসরিন। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে জাকির হোসেন মজুমদার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক জাকির ওই ইউনিয়নের ফেনাপুষ্করণি গ্রামের হাবিবুল্লাহ মজুমদারের ছেলে।
ফুলগাজী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুনীল দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুলতানা নাসরিন অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ৬ বস্তা চাল জব্দ করে।
অভিযানের বিষয়টি টের পেয়ে স্থানীয় ডিলার আবদুল আউয়াল নান্নু (৩৮) পালিয়ে গেলেও জাকির হোসনকে আটক করে পুলিশ।ডিলার নান্নু স্থানীয় আমজাদ হাট ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।
তিনি আরো জানান, সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় এসব চাল ১০ টাকা দরে হতদরিদ্রের মাঝে বিক্রি করার কথা ছিলো। কিন্তু ওই ডিলার গোপনে ৬ বস্তা চাল জাকির হোসেনের কাছে বিক্রি করে।
চাল জব্দ ও অভিযুক্ত ক্রেতা আটকের ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুনীল দত্ত বাদী হয়ে ফুলগাজী থানায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দীন জানান, আটক জাকির হোসেনকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে নেয়া হবে।মামলার মুল আসামী ডিলার নান্নুকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।।