ইতালিতে করোনা আক্রান্ত আরেক বাংলাদেশি মারা গেছেন। মিলান শহরের একটি হাসপাতালে প্রায় এক মাস আইসিইউতে ছিলেন তিনি। মানিক মিয়া (হৃদয়) নামের ৪১ বছর বয়সী ওই বাংলাদেশির বাড়ি সুনামগঞ্জ জেলার জনগন্নাথপুর উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়নের পাটকোড়া গ্রামে। তার পিতার নাম হাজী আকলু মিয়া। শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন বলে ইতালী প্রবাসী তার চাচা জানে আলম লেচু মানবজমিনকে নিশ্চিত করেন। মিলানের বাংলাদেশ কনস্যুলেটের দায়িত্বশীল সূত্র জানায়, উত্তর ইতালি তথা মিলান-লোম্বার্দি রিজিওনে হৃদয়সহ ৬ এবং রোমে একজন মিলে ইতালিতে করোনা ৭ বাংলাদেশির প্রাণ গেলো। এখনও দেশটির বিভিন্ন হাসপাতালে আরও ক’জন বাংলাদশি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। তারাও আইসিইউতে।
করোনা মহামারির সূচনাতে মিলানে দীর্ঘ সময় বসবাসকারী জসিম নামের একজন ইংল্যান্ডের মানচেষ্টারে মারা গেছেন। করোনায় মিলানে সর্বশেষ মারা যাওয়া মানিক মিয়া হৃদয় সিলেট এমসি কলেজের প্রাক্তন শিক্ষার্থী। ১৯৯৯-২০০০ সেশনে তিনি ওই কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স এবং পরের বছর মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে উন্নত জীবনের আশায় ইতালি পাড়ি জমান। দু’বছর আগে দেশে ফিরে বিয়ে করেন। তার ৮ মাসের একটি সন্তান রয়েছে। গত ১০ই মার্চ হৃদয়ের করোনা ধরা পড়ে। কিন্তু ততক্ষণে তার শারীরিক অবস্থার বেশ অবনতি ঘটে। ১৪ই মার্চ তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি মিলানো নিগার্দো হসপিটালে চিকিতসাধীন ছিলেন। আগামী মঙ্গলবার মিলানের স্থানীয় মসজিদে ধর্মীয় রীতি-নীতি এবং রাষ্ট্রীয় নির্দেশনা মেনে তার জানাজা এবং পাশে মুসলিম রাষ্ট্রগুলোর সদস্যদের যৌথ মালিকানাধীন একটি কবরস্থানে তার দাফন হওয়ার কথা রয়েছে।
আপনার মতামত দিন