রাজবাড়ী: করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি মোকাবেলায় আগামী ১০ দিনের জন্য রাজবাড়ী জেলাকে লকডাউন ঘোষণা করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসন।
শনিবার বেলা ৩টা ২০ মিনিটে ডিসি রাজবাড়ীর ফেসবুক পেজে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এতে বলা হয়েছে, উক্ত সময়ে জেলায় জনসাধারণ প্রবেশ ও বাহির নিষেধ। এ সময় জাতীয় আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ ও এ জেলা হতে অন্য জেলায় যেতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও এরুপ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। সকল ধরণের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরী পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্য দ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতা বর্হিভূত থাকবে। জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক যোগে রাজবাড়ী জেলার উপর দিয়ে অন্যান্য জেলার আন্তঃসংযোগ এর আওতা বর্হিভূত থাকবে। জেলা ও উপজেলার যে কোনো সীমানা দিয়ে এ জেলায় যানবাহনের প্রবেশ ও বাহির বন্ধ থাকবে এবং এ আদেশ আজকে (শনিবার) থেকেই কার্যকর হবে।
জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, করোনাভাইরাসের সংক্রমন রোধে রাজবাড়ী জেলা লকডাউন ঘোষণা করে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তির নির্দেশনা সবাইকে মেনে চলার আহ্বান জানান তিনি।