করোনা ‘জনগণকে আসল পরিস্থিতি জানাতে হবে, সবাইকে নিয়ে করনীয় ঠিক করতে হবে’

Slider জাতীয় রাজনীতি

করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিকে যুদ্ধকালীন অবস্থার চেয়ে ভয়াবহ বর্ণনা করে গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, এমন পরিস্থিতিতে সরকারের করণীয় ঠিক করতে সবার সঙ্গে আলাপ আলোচনা করা উচিত। একই সঙ্গে মানুষকে প্রকৃত তথ্য জাানাতে হবে। মানুষ সঠিক তথ্য জানতে পারলে আরো বেশি সচেতন হতে পারে। করোনা ভাইরাসের কারণে সৃৃষ্ট প্রেক্ষাপটে মানবজমিন এর সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।

বিশিষ্ট এই আইনজীবী বলেন, কঠিন একটা সময় কাটছে। সকলেই ঘরে বন্দি। এর আগেও আমরা ৭১ এ যুদ্ধের সময় পার করেছি। কিন্তু তখনও এরকম ছিল না।
এর আগে কখনও এরকম সময় পার করেছি এটা মনে পরছেনা। বর্তমানে যে অবস্থা তৈরি হয়েছে তা অতীতে আর হয়নি। করোনা পরিস্থিতিতে রাষ্ট্রের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার ব্যাপারে যা যা করণীয় তা আলাপ আলোচনা করে সবাই মিলে ঠিক করা উচিত।

তিনি বলেন, সরকার তো সঠিকভাবে কিছু বলছে না। আসল পরিস্থিতিটা কি? তা মানুষকে জাননো উচিত। সরকারের তরফে এ বিষয়ে নিয়মিত ব্রিফিং করা উচিত। কি করছে না করছে কেন করছে এগুলো আমাদের জানানো হলে মানুষ কিছুটাতো বুঝতে পারবে আমরা কোনদিকে অগ্রসর হচ্ছি।
তিনি বলেন, আমরা সরকারের সামনে ইতিবাচকভাবে প্রস্তাব রাখতে চাই। এই কঠিন সময় আপনারা যা কিছু করতে পারেন ইতিবাচকভাবে করেন। এ নিয়ে সবার সঙ্গে আলোচনা করে করেন।
ঘরবন্দি অবস্থায় কিভাবে সময় কাটে জানতে চাইলে প্রবীণ এই আইনজীবী বলেন, বাড়িতে বসেই সময় কাটাচ্ছি। টেলিফোনে নেতাকর্মীসহ সবার খোঁজ খবর রাখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *