করোনা ভাইরাসের সংক্রমণে ইতালিতে প্রাণ হারিয়েছেন শতাধিক চিকিৎসক। বৃহস্পতিবার ইতালির স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে এসে করোনা বিস্তার লাভ করে ইতালিতে। এরপর এপ্রিলের ৯ তারিখ নাগাদ সেখানে করোনায় চিকিৎসক মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এ খবর দিয়েছে আল-জাজিরা।
এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে ইতালির স্বাস্থ্য সংস্থ্যার মুখপাত্র। তিনি জানান, করোনায় মৃতদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত চিকিৎসকও। গত মাসে তারা সরকারের আহবানে সাড়া দিয়ে পুনরায় চিকিৎসা সেবায় নিয়োযিত হয়েছিলেন।
এখন পর্যন্ত দেশটিতে প্রাণ হারিয়েছেন প্রায় ১৮ হাজার মানুষ। সেখানে আক্রান্ত হয়েছেন সব মিলিয়ে ১ লাখ ৪৫ হাজার মানুষ। এদিকে ইতালীর গণমাধ্যম জানিয়েছে, দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন প্রায় ৩০ নার্স।