ডেস্ক: ভয়ঙ্কর রূপ ধারণ করা করোনা ভাইরাস আরো ভয়াবহ হয়ে উঠছে। লাশের মিছিল শুধু দীর্ঘই হচ্ছে। প্রতি মিনিটে মিনিটে বাড়ছে মৃতের সংখ্যা। এরই মধ্যে এই মহামারীতে মারা গেছেন ৮৮ হাজারেরও বেশি মানুষ।
বৃহস্পতিবার ওয়ার্ল্ডওমিটার ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ১৮ হাজার ৫১৮ জন। এর মধ্যে মারা গেছেন ৮৮ হাজার ৪৯৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ লাখ ১৯ হাজার ১৬০জন।
এদিকে মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে ইতালি। ইউরোপের দেশটিতে এখন পর্যন্ত সাড়ে ১৭ হাজারেরও বেশি মারা গেছেন।
দ্বিতীয় স্থানে স্পেন, দেশটির ১৪ হাজার ৬৭৩ জন এ মহামারীতে প্রাণ হারিয়েছেন। তৃতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা ১৪ হাজার ৭৮৮ জন। এরপরেই রয়েছে ইউরোপের আরেক দেশ ফ্রান্স। দেশটির সাড়ে ১০ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়াও যুক্তরাজ্যের ৭ হাজারেরও বেশি নাগরিক এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন।