ঢাকা: অবরোধে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা ও রেলপথে নাশকতা ঠেকাতে সারাদেশে আট হাজারেরও বেশি আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন হচ্ছে।
সোমবার সন্ধ্যা থেকেই দেশজুড়ে ঝুঁকিপূর্ণ এক হাজার ৪১টি পয়েন্টে আট হাজার ৩২৮ জন আনসার ও ভিডিপি সদস্য কাজ শুরু করবে। খবর বাসসের
দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন ৫ জানুয়ারি কর্মসূচি পালনে ‘ব্যর্থ হওয়ার’ পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সারাদেশে লাগাতার অবরোধের কর্মসূচি দেন।
অবরোধের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন ও রেললাইনের ফিসপ্লেট তুলে ফেলার মতো ঘটনা ঘটছে।
এ অবস্থায় সারাদেশে রেল চলাচল স্বাভাবিক রাখা ও রেল লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে রোববার এক আন্তঃমন্ত্রণালয় সভা হয়। সভায় দ্রুত আনসার নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হয়। সে সিদ্ধান্ত হয়েছে সোমবার সন্ধ্যার মধ্যেই তাদের মোতায়েন করা হচ্ছে।
দেশজুড়ে রেলপথে এক হাজার ৪১টি পয়েন্টের প্রতিটিতে ৮ জন করে আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে।