প্রাণঘাতী করোনাভাইরাসে ব্রিটেনে বাড়ছে লাশের সারি। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৮৫৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ২২৭ জন।
মঙ্গলবার দেশটিতে একদিনে মারা যাওয়ার তালিকায় সর্বোচ্চ ঘটনা ঘটেছে। যেখানে সোমবার ৪৩৯ জন এবং রবিবারে মারা যায় ৬২১ জন।
করোনায় আক্রান্ত হয়ে প্রথম ২০০ জন মারা যেতে সময় লেগেছিল ১৭ দিন। কিন্তু পরের ১৭ দিনে ৬০০০ জন মারা যাওয়ার ঘটনা ঘটলো ব্রিটেনে।
এদিকে, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ১০ ডাউনিং এর মুখপাত্র।
এদিকে, বাংলা মিডিয়ার হাতে তথ্য অনুযায়ী করোনায় এখন পর্যন্ত ৩৭ জন বাংলাদেশি ব্রিটেনে মারা গেছেন। তাদের মধ্যে গত দুইদিনে যারা মারা গেছেন অন্তত পাঁচ জন। মারা যাওয়া ব্যক্তিরা দেশটির সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ বাংলাদেশি এলাকা ইস্ট লন্ডনের বাসিন্দা।