গ্রাম বাংলা ডেস্ক: জাতীয় সংসদে গানে গানে বাজেট বক্তৃতা করেছেন কণ্ঠ শিল্পী মমতাজ বেগম এমপি। এসময় প্রধানমন্ত্রীকেও হাস্যোজ্জ্ব্ল দেখা গেছে।
মমতজা তা বক্তব্যে বলনে, ‘যতদিন রবে পদ্মা-মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’- হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের প্রতি গানে গানে শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন মানিকগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
সন্ধ্যায় ছয়টার কয়েক মুহূর্ত আগে (মাগরিব নামাজের বিরতির পর) নিজ আসন থেকে উঠে দাঁড়ান মমতাজ বেগম। কচি কলাপাতা রঙের শাড়ি-ব্লাউজে বাঙালির গৃহবধূর চিরন্তন সাজে সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন তিনি।
কয়েক মিনিট বাজেটের ওপর আলোচনা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে আরো একটি গানের সুরে ‘হায়রে বাঙ্গালী, ওরে বাঙ্গালী তোরা বুঝবিরে একদিন/ শেখ হাসিনা তোদের মাঝে থাকবে না যেদিন…’ সংসদ মাতিয়ে তোলেন মমতাজ।
এ সময় সংসদ অধিবেশনে উপস্থিত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাস্যোজ্জ্বল দেখা যায়। অধিবেশনে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীও হাসতে থাকেন। গানে গানে তার বক্তব্য শেষ করার সময় করতালি দিয়ে, কেউ কেউ টেবিল চাপড়ে শিল্পী মমতাজকে শুভেচ্ছা জানান উপস্থিত সংসদ সদস্যরা।