টাঙ্গাইল লকডাউন!

Slider জাতীয়


সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ এখন থেকে জরুরি প্রয়োজন ছাড়া মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে টাঙ্গাইল শহরে কেউ প্রবেশ করতে পারবে না। এমনকি, শহর থেকে বাইরে যেতেও থাকবে নিষেধাজ্ঞা। এর পাশাপাশি শহরে সাধারণ জনগণের চলাচলও থাকবে বিধি—নিষেধ। এছাড়াও অপ্রয়োজনে কেউ শহরে ঘুরাফেরা করতে পারবে না। একসাথে দুজন ব্যক্তিও চলতে পারবে না।

উল্লেখ্য যে, মহামারী করোনা ভাইরাসের প্রতিরোধ করতে সোমবার রাতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার রাত ১১টায় টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোশারফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ” করোনা ভাইরাস নিয়ে সাধারণ জনগণকে বার বার সতর্ক করা হলেও তারা সেটি মানছেন না। ফলে মঙ্গলবার সকাল থেকে জেলা শহরে প্রবেশের সব পথ যেমন- রাবনা বাইপাস, আশেকপুর বাইপাস, এলজিডি মোড়, দেলদুয়ার-নাগরপুর রোডসহ সব পয়েন্টগুলোতে সাধারণদের চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। এতে সাধারণ জনগণকে সেই নিষেধাজ্ঞা মানাতে থাকবে পুলিশের চেকপোস্ট। আর এই পয়েন্টগুলো দিয়ে কেউ টাঙ্গাইল শহরে প্রবেশ করতে পারবে না। কেউ শহর থেকে বের হতে পারবে না। শহরে চলাচলেও এমন বিধি—নিষেধ থাকবে।”

কিন্তু এই সময় সকল জরুরি সেবা যেমন চিকিৎসা বা অন্য কোনো অতি জরুরি কাজে অনুমতি সাপেক্ষে যাতায়াত করা যাবে। তবে এক সাথে দুজন লোক চলাচল করতে পারবে না। শহরের বিভিন্ন স্থানেও পুলিশের চেকপোস্ট থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *