সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ বর্তমান বিশ্বের বহুল আলোচিত করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে হতদরিদ্র ও ও কর্মহীন হয়ে পড়া শতাধিক নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী ও হিজড়াদের (তৃতীয় লিঙ্গ) মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দিন রাত ঘুরে ঘুরে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করছেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা। আজকে সোমবার সকাল থেকে ১১টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এছাড়াও গতকাল রাতে দুইটি পরিবারের লোকজন ও শিশু না খেয়ে আছে এমন ফোনে পেয়ে ইউএনও আসমাউল হুসনা লিজা রাত ১০ টার দিকে উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. এরশাদুল আলমকে সঙ্গে নিয়ে দাড়িয়াপুর ইউনিয়নের ছোটমৌশা গ্রামের বাড়িতে গিয়ে ওই দুই পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি আলু ও দেড় কেজি করে ডাল এবং অভুক্ত দুই শিশুকে দুধ কেনার জন্য ৫০০ করে টাকা বিতরণ করেছেন।
উল্লেখ্য যে, সখীপুর উপজেলার গড়গোবিন্দপুর, মহানন্দপুর, বড়চালা ও বাশারচালা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।