সামিয়া রহমান: জেনেশুনে গোয়ার্তুমি করে এক বোকা জাতি আমরা নিজেদের ধ্বংসের দিকে নিয়ে গেলাম। সুযোগ ছিল অন্যদের দেখে শেখার। সে সুযোগ হেলায় হারিয়েছি। সরকারের গোয়ার্তুমি যেমন ছিল প্রথমে, পরে সেটা তারা শুধরে নিতে পেরেছিলেন কিছুটা। আর এখন আমাদের জনগণের নির্বুদ্ধিতা, অতি চতুরতা, গোয়ার্তুমিতে সব শেষ হতে যাচ্ছে।
ব্রাক্ষণবাড়িয়াতে এই সময়েও মারামারি হয়? কি নির্বোধ, গাধা জাতি আমরা। চীন, ইটালি, আমেরিকা- এতোসব দেশ দেখেও শিক্ষা হলোনা আমাদের। সবার হাতে মোবাইল ফোন। বিশ্বের খবর হাতে হাতে। ফেসবুকে সবাই একে অন্যকে গালি দেওয়ায়, পন্ডিতি করায়, নোংরামি করায় ব্যস্ত থাকতে পারি। কিন্তু সচেতনতার শিক্ষাটা নিতে পারলাম না।
এখনও সময় আছে কারফিউ দিন বা পুরো বাংলাদেশ লক ডাউন করুন। আগে বাঁচি, তারপর না হয় উন্নয়ন। সরকার কি শুনবেন?
লেখক : সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়।