ঢাকা: প্রাণঘাতি নভেল করোনা ভাইরাস এবার কেড়ে নিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক পরিচালকের প্রাণ। আজ সোমবার ভোর সাড়ে চারটায় কুয়েত মৈত্রী হাসপাতালে তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দুদকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে তার মৃত্যুর বিষয়টি দৈনিক মানবজমিন পত্রিকাকে নিশ্চিত করেন।
তিনি বলেন, কিছুদিন আগে ওই পরিচালক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। সেসময় তার সর্দি ও জ্বর ছিল। পরবর্তীতে তিনি করোনা আক্রান্ত বলে নিশ্চিত হওয়া যায়। গত পরশুও তার শারীরিক অবস্থা উন্নতির কথা জেনেছি। কিন্তু আজ সকালে তিনি মারা গেছেন।
এই কর্মকর্তা আরো জানান, মৃত্যুর পর ওই পরিচালকের স্ত্রী ও সন্তানকে আইসোলেশনে রাখা হযেছে।
মারা যাওয়া দুদক পরিচালক প্রশাসন ক্যাডারের ২২ তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। ২০১৭ সালের জুলাই মাসে তাকে দুদকের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।