শুধু মানুষ নয় করোনায় আক্রান্ত এবার বাঘ ও সিংহও

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা বিচিত্র সামাজিক যোগাযোগ সঙ্গী


ডেস্ক: সাড়া পৃথিবীর ত্রাসে পরিণত হয়েছে করোনা ভাইরাস ৷ প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা ৷ সারা পৃথিবীতে এখন পর্যন্ত ১৪ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন মৃতের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ করোনা আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, ফ্রান্স ইত্যাদি পৃথিবীর সব থেকে উন্নত দেশের মানুষেরাও জীবাণু বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারেননি ৷

এবার পশুদের মধ্যেও করোনা ছড়িয়ে পড়েছে ৷ আমেরিকায় এমন ঘটনা দেখা গেছে ব্রোনক্স চিড়িয়াখানায় ৬টি সিংহ ও বাঘের শরীরে কোভিড-১৯-এর উপসর্গ লক্ষ্য করা গিয়েছে ৷ তবে একটি বাঘের শরীরে করোনা ধরা পড়েছে, যার অর্থ সামনের দিন আরো কঠিন থেকে কঠিনতর হতে চলেছে ৷

আক্রান্ত বাঘ ও সিংহদের শরীরে করোনার উপসর্গ দেখা গিয়েছে ৷ জানতে পারা গিয়েছে চিড়িয়াখানায় কর্মরত এক কর্মীর থেকেই এই রোগ ছড়িয়ে পড়েছে৷ এটাই পৃথিবীর মধ্যে প্রথম প্রাণী যে করোনা ভাইরাসে আতক্রান্ত হয়েছে ৷ ফের আরো একবার শিরোনামে উঠেছে আমেরিকা ৷
সূত্র : নিউজ১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *